জামালপুর ও শেরপুর জেলার একমাত্র আন্তর্জাতিক সেবাধর্মী প্রতিষ্ঠান সরিষাবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রমের শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রীমা সারদাদেবী, স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ ও "শিব জ্ঞানে জীব সেবা" সর্বত্র প্রচার ও অনুশীলনের লক্ষে, বিগত শনিবার, ১৩ই এপ্রিল ২০২৪ইং তারিখে স্বামী পূর্ণাত্মানন্দ, অধ্যক্ষ ও সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, ঢাকার মহারাজ পলাশ কৃষ্ণ পাল কে সভাপতি ও সুব্রত বর্ধন কে সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক মেয়াদী একটি কার্যনির্বাহী কমিটির অনুমোদন প্রদান করেন।
কার্যনির্বাহী কমিটি - ২০২৪
সভাপতি
পলাশ কৃষ্ণ পাল
সম্পাদক
সুব্রত বর্ধন
সহঃ সভাপতি
গনেশ চন্দ্র সাহা
কোষাধ্যক্ষ
অনন্ত চক্রবর্তী
সদস্য
রমেশ চন্দ্র সূত্রধর
সদস্য
অশোক কুমার বর্ধন
সদস্য
নয়ন ঘোষ
সদস্য
সুমন কুমার ঘোষ
সদস্য
মলয় চক্রবর্তী
সদস্য
পৃথিবী দাস জয়
সদস্য
হৃদয় গোপ
