আমাদের সকল অনুপ্রেরণার উৎস, আমাদের সকল শক্তির উৎস, যার নিরন্তর আশীর্বাদ আমাদের পথ-শ্রীঠাকুর, শ্রী মা এবং স্বামীজী

swamiji

স্বামী বিবেকানন্দ

১৮৬৩ খ্রীষ্টাব্দের ১২ জানুয়ারী, কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরী দেবীর কোলে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন। তাঁর নামকরণ করা হয়েছিল নরেন্দ্রনাথ – ছোট করে ডাকা হতো নরেন। বিশ্বনাথ দত্ত একজন সফল আইনজীবী ছিলেন। নরেন্দ্রনাথের বাবা ও মা দু’জনেই ছিলেন শক্তিশালী চরিত্রের অধিকারী এবং গভীর নীতিবোধসম্পন্ন।

ramkrishna 1

শ্রী শ্রী রামকৃষ্ণ

১৮৩৬ খ্রীষ্টাব্দের ১৮ই ফেব্রুয়ারি কলকাতা থেকে ৯৭ কিলোমিটার উত্তরপশ্চিমে কামারপুকুর গ্রামে শ্রী রামকৃষ্ণের জন্ম হয়। বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মা চন্দ্রমণি দেবী তাঁদের ভক্তিনিষ্ঠা ও সত্যপরায়ণতার জন্য সুপরিচিত ছিলেন, যদিও আর্থিক সচ্ছলতা তাঁদের ছিল না। শ্রীহরির আশীর্বাদে জন্ম বলে তাঁরা এই শিশুটির নাম রাখেন গদাধর।

ma saroda

শ্রী মা সারদা দেবী

১৮৫৩ সালের ২২ ডিসেম্বর, বাংলার বাঁকুড়া জেলার জয়রামবাটী গ্রামের এক নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামাসুন্দরী দেবীর কোলে শ্রী সারদা দেবীর জন্ম হয়। বাবা রামচন্দ্র ও মা শ্যামাসুন্দরী তাঁদের পবিত্র ও দানশীল স্বভাবের জন্য সুপরিচিত ছিলেন। গ্রামের স্নেহময় পরিবেশে আনন্দে সারদা বড়ো হয়ে উঠতে থাকে।

বিশ্বব্যাপী রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্র সমূহ


২০২৫ সালের ১লা জুলাই পর্যন্ত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বিশ্বব্যাপী মোট ২৯৩টি শাখা কেন্দ্র রয়েছে।

center list


বিদেশের কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে — যুক্তরাষ্ট্র , ব্রাজিল , কানাডা, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকায় এবং আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ফিজি, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, জাপান, মালয়েশিয়া, মরিশাস, নেপাল, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, ফিলিপাইনস, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও জাম্বিয়ায় ও বাংলাদেশ কেন্দ্র।

We are very proud to be serving our local area for over 35 years!